হজযাত্রীদের প্রশান্তির জন্য সাদা রঙে ঢেকে দেওয়া হলো নামিরার রাস্তা

সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের জন্য আরামদায়ক হজ নিশ্চিত করতে আরাফাতের নামিরা মসজিদের চারপাশের রাস্তাগুলো সাদা রঙে ঢেকে দিয়েছে। স্থানীয় সামগ্রী ব্যবহার করে তৈরি এই বিশেষ প্রলেপ সূর্যালোকের প্রতিফলন বৃদ্ধি করে রাস্তার তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস কমাতে পারে বলে আশা করা হচ্ছে।

সড়ক কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল আজিজ আল-ওতাইবি বলেছেন, গত বছর জামারাত এলাকায় এই প্রলেপ ব্যবহার করে সাফল্য অর্জনের পর এটি নামিরা মসজিদের আশেপাশে প্রয়োগ করা হচ্ছে। তিনি আশা করছেন, এটি এ বছর হজযাত্রীদের জন্য আরও আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করবে।

এই বিশেষ প্রলেপ তৈরিতে বেশ কয়েকটি সংস্থার সাথে যৌথভাবে কাজ করা হচ্ছে। এটি স্থানীয় সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে এবং পরিবেশের জন্য ক্ষতিকর নয়।

গত বছর জামারাত এলাকায় প্রয়োগের পর তাপমাত্রা ১২-১৫ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছিল। আশা করা হচ্ছে নামিরা মসজিদের আশেপাশে প্রয়োগের ফলেও একই রকম প্রভাব দেখা যাবে।

উল্লেখ্য, জামারাতও পবিত্র হজের একটি গুরুত্বপূর্ণ এলাকা, সেখানে শয়তানকে উদ্দেশ করে পাথর ছোঁড়া হয়।

এ বছর সৌদি নাগরিক ও বিদেশি মিলে অন্তত ২৫ লাখ ব্যক্তি হজ সম্পাদন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। জিলহজ মাসের চাঁদ দেখাসাপেক্ষে পবিত্র হজ আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে।