হবিগঞ্জে পাঁচটি ট্রাকভর্তি ৭৩ মেট্রিক টন চোরাই চিনিসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। যার দাম কোটি টাকার বেশি। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে চিনির এ চালানটি জব্দ করা হয়।
রাতে এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানান শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।
আটক ব্যক্তিরা হলেন- নিজাম উদ্দিন, মুক্তার হোসেন, সাজ্জাত আলী, মো. তামীম, হারুন আল হাবিব রশিদ, রুবেল আলী, হানিফ আলী, ফখরুল ইসলাম, আজমল হোসেন, মোয়াজ্জেম আলী, সেলিম রেজা, রকি মিয়া ও রাজিব আলী।
ওসি মোবারক জানান, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে দেউন্দি মোড়ে ব্যারিকেড দেয়। সেখানে সিলেট থেকে ঢাকাগামী পাঁচটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকগুলোতে এক হাজার ৪৬৫ বস্তা চোরাই চিনি পাওয়ায় ট্রাকগুলোতে থাকা চালকসহ ১৩ জনকে আটক করা হয়।
প্রতি বস্তায় ৫০ কেজি করে ৭৩ হাজার কেজি অর্থাৎ ৭৩ মেট্রিক টন চিনি জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য কোটি টাকার বেশি।
এসব চিনি ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে আনা হয়েছে। আটক ১৩ জনের মধ্যে বেশিরভাগ রাজশাহী বিভাগের বাসিন্দা। বাকিদের বাড়ি সিলেটে।