রাজধানী ঢাকার হাজারীবাগ থানা পুলিশ ৩৫টি হারানো ফোন উদ্ধার করেছে। উদ্ধারকৃত ফোনের মধ্যে বিভিন্ন মডেলের আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। হাজারীবাগ থানার এএসআই মহিউদ্দিন এসব ফোন উদ্ধার করেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) উদ্ধারকৃত ফোনসমূহ মালিকদের কাছে হস্তান্তর করে হাজারীবাগ থানা পুলিশ।এসময় নিজেদের হারানো প্রিয় ফোন ফেরত পেয়ে সবাই পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানায়।
ফোন ফির পাওয়া অনেকেই বলছেন, হারিয়ে যাওয়া স্মার্টফোনটি ফেরত পাবো সেটা কল্পনাও করিনি। কিন্তু অল্প সময়ের মধ্যে এএসআই মহিউদ্দিন ফোনটি উদ্ধার করে দেয়াতে আমরা অত্যন্ত খুশি।
হাজারীবাগ থানা পুলিশ বলছে, বিভিন্ন সময়ের মধ্যে ফেব্রুয়ারি মাসে হারানো এসব উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে দেয়া হয়েছে। যা চলমান রয়েছে।
এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ নিউজ টোয়েন্টিফোরকে বলেন, বিগত মাসের ছিনতাই বা হারিয়ে যাওয়া ফোনসমূহ থানার এএসআই মহিউদ্দিন ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করেন। পরে এসব ফোনের প্রকৃত মালিকদের যাচাই করে ফোনসমুহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।