হামাসের তিন উর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো জাপান

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের তিনজন উর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। গত ৭ অক্টোবর হামাস কর্তৃক ইসরায়েলে চালানো হামলায় অংশগ্রহনের পরিপ্রেক্ষিতে এই তিনজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। খবর আল জাজিরার।

জাপানের প্রধান মন্ত্রীপরিষদ সচিব হায়াশি ইয়োশিমাসা জানান, এই তিনজনের নামে থাকা সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং তারা যাতে অর্থ বিনিময় করতে না পারেন সে ব্যবস্থা নেয়া হবে।

হায়াশি আরও জানান, নিষেধাজ্ঞার আওতায় আসা তিন ব্যক্তি ভবিষ্যতে আরও হামলা চালানোর পরিকল্পনা করছে বলে জাপান সরকার মনে করে।

গত অক্টোবরে জাপান সরকার হামাসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে নয়জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।