হামাস ভেবে ৩ ইসরায়েলি জিম্মিকে ‘ভুলবশত’ হত্যার কথা স্বীকার করলো আইডিএফ

গাজায় অভিযানের সময় হামাসের হাতে বন্দি তিন জিম্মিকে ভুলবশত হত্যা করার কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুক্রবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এই ভুলের কথা জানিয়েছে আইডিএফ’র মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। খবর বিবিসির।

আইডিএফ’র মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, ওই তিন ইসরায়েলিকে হামাস সদস্য ভেবে গুলি করে ইসরায়েলি সেনারা। এদের মধ্যে নিক বেইজার ও রন স্যামন ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য ছিলেন। অপরজন এলিয়া টলেদানো ফরাসী বংশোদ্ভুত ইসরায়েলি নাগরিক।

গত ৭ অক্টোবর অভিযান চালানোর সময় সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে নিয়ে যায় হামাস।

সম্প্রতি গাজার খান ইউনিস এলাকা অভিযান চালায় ইসরায়েলি স্পেশাল ফোর্সের দুটি দল। এসময় বন্দিদের হামাস সদস্য মনে করে গুলি করা হয়। মরদেহ উদ্ধারের পর তাদের ইসরায়েলি জিম্মি বলে শনাক্ত করা হয়।

এদিকে এ ঘটনায় এক্সে (সাবেক টুইটার) এক পোস্ট দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটিকে ‘অসহনীয় ট্র্যাজেডি’ উল্লেখ করে গভীর দুঃখ প্রকাশ করেছেন।