
সিরাজগঞ্জের এক ট্রাক চালককে আটকের পর পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের দুই থানার সাবেক ৩ পুলিশ পরিদর্শকসহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম হাফিজ কিরন বলেন, আদালত অভিযোগটি এজাহারভুক্ত করে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
ভুক্তভোগী ট্রাকচালক রোকন মোল্লা (৩৬) নিজে বাদী হয়ে ২৮ জানুয়ারি সিরাজগঞ্জের সলঙ্গা আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় ছয়জনের নাম উল্লেখ ও নয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রোকন মোল্লা পাবনার ফরিদপুর উপজেলার নেছরাপাড়া এলাকার রহমত মোল্লার ছেলে।
মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সাবেক ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, সলঙ্গা থানার সাবেক ওসি এনামুল হক, সলঙ্গা থানার সাবেক পরিদর্শক (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ, উল্লাপাড়া থানার সাবেক এসআই আব্দুস সালাম, সলঙ্গা থানার সাবেক এস.আই মনসুর রহমান ও এএসআই আব্দুল কুদ্দুস।