পয়গাম ডেস্ক :
আপডেট:০৬ ডিসেম্বর ২০২২,২৩:৫৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ ঢাকায় অবশ্যই সমাবেশ হবে। ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে মনে কোনো দ্বিধা না রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেদিন থেকেই মানুষ নতুন স্বপ্ন দেখবে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে এক গোলটেবিল আলোচনায় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ভায়োলেন্স অ্যান্ড পলিটিক্স অব ব্লেমিং’ শীর্ষক এই গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
এই গোলটেবিল আলোচনায় বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধি ছাড়াও চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে থাকা রাজনৈতিক দল গুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গোলটেবিল বৈঠকে উপস্থিতি কূটনৈতিক মিশন গুলোর মধ্যে যুক্তরাজ্যের হাইকমিশনারের প্রতিনিধি টম্বাজ, নরওয়ে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন সিলজে ফাইন ওয়াননিবো, অস্ট্রেলিয়া সেকেন্ড সেক্রেটারি ডানকান কুলোচ ও ইরাকের প্রতিনিধি অংশ নেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী কদিন আগে একটি নাটক করেছেন। তিনি কিছু আহত লোককে নিয়ে এসে আবার ব্লেইমগেম খেলতে চাইছেন। আমরা শুনতে পাচ্ছি আমাদের চলমান আন্দোলন বানচাল করতে ২০০ বাস নাকি পোড়ানোর জন্য রেডি করা হয়েছে। ছাত্রলীগ নামধারী নেতাদেরকে রেডি রাখা হয়েছে আমাদের মোকাবিলা করতে। কিন্তু আমরা বলছি- সরকার আবারও পুরনো খেলায় মেতেছে। তবে জনগণ আজকে জেগে উঠেছে। কারণ এই সরকার নির্বাচিত নয়। তারা ১৫ বছর ধরে দেশের মানুষের ওপর নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে। আজকে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে। মানুষ আজকে সর্বগ্রাসী দানব সরকারের হাত থেকে মুক্তি চায়।
তিনি বলেন, আজকে জাতির করুণ অবস্থা। আমরা এবার মানুষকে নিয়ে বেরিয়েছি। আমরা পরিবর্তনের চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে আসুন সকলে মিলে একটি বাসযোগ্য রাষ্ট্র তৈরি করি।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ১৪ বছর ধরে ব্লেইমগেম তথা চাপাবাজি করছে। সেটার ওপরই তারা টিকে আছে। পাশাপাশি তারা নানা ধরনের চক্রান্তও করছে।’ সভায় ক্ষমতাসীন সরকারের আমলে বিভিন্ন সময় সন্ত্রাসের একটি পরিসংখ্যান তুলে ধরা হয়।