ইসরায়েলে হামলার জেরে আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছিল জর্ডান, ইরাক ও লেবানন। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে অস্থায়ীভাবে বেসামরিক বিমান চলাচল স্থগিতের ঘোষণা দেয় এই তিন দেশ। তবে বন্ধের প্রায় ১২ ঘণ্টা পর আকাশসীমা খুলে দেয়ার কথা জানিয়েছে জর্ডান ও ইরাক।
জর্দানের সিভিল অ্যাভিয়েশন রেগুলেটরি অথরিটির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে আকাশসীমা অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।
অন্যদিকে ইরাকের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি কাটিয়ে ওঠার পর দেশটির আকাশসীমা আবার উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান ৩০০-এর বেশি ড্রোন আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ৯৯ শতাংশই গুলি করে ভূপাতিত করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে ইসরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ‘রাতের দিকে ইরাক এবং ইয়েমেন থেকেও ইসরায়েলে হামলা হয়েছে। ’