ধর্ম ডেস্ক:
পবিত্র রমজানের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রমজান শুরু হবে আগামী ২৩ অথবা ২৪ মার্চ। রমজান শুরুর সময় ২৪ মার্চ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি করেছে ইসলামিক ফাউন্ডেশন। গত ১৩ ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৪ হিজরি সনের রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে।
ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচি অনুযায়ী, ২৪ মার্চ রমজান ধরা হয়েছে। সেক্ষেত্রে ২৩ মার্চ তারাবী এবং সেহরি। প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৯ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৪ মিনিট।
রাজধানীর সঙ্গে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ এবং ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। নামাজ-রোজার চিরস্থায়ী ক্যালেন্ডারের সঙ্গেও এই সময়সূচির মিল রয়েছে।
ক্যালেন্ডারের সঙ্গেও এই সময়সূচির মিল রয়েছে।