২০২৩ সালে ১৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব

সৌদি আরব ২০২৩ সালে ১৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এদের মধ্যে ৪ জনকে নববর্ষের প্রাক্কালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ১ জানুয়ারি, সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সৌদি প্রেস এজেন্সি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, ৩১ ডিসেম্বর, রোববার ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। হত্যার দায়ে এদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। এদের মধ্যে দুজন ছিল উত্তর-পশ্চিমের শহর তাবুকের, রাজধানী রিয়াদের একজন এবং দক্ষিণ-পশ্চিমে জাজানের একজন। 

২০২৩ সালে যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল তাদের মধ্যে ৩৩ জন সন্ত্রাস সম্পর্কিত অপরাধের জন্য অভিযুক্ত ছিল। এছাড়া রাষ্ট্রদ্রোহের জন্য দোষী সাব্যস্ত ২ জন সৈন্যও ছিল। ডিসেম্বর মাসে মোট ৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-3475134183317930&output=html&h=250&adk=2054529958&adf=1485242181&pi=t.aa~a.3120504144~i.6~rp.4&w=635&fwrn=4&fwrnh=100&lmt=1704209160&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2273758854&ad_type=text_image&format=635×250&url=https%3A%2F%2Fwww.bangla.24livenewspaper.com%2Fpost-122680&ea=0&fwr=0&pra=3&rh=159&rw=635&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTUuMC4wIiwieDg2IiwiIiwiMTIwLjAuNjA5OS4xMzAiLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siTm90X0EgQnJhbmQiLCI4LjAuMC4wIl0sWyJDaHJvbWl1bSIsIjEyMC4wLjYwOTkuMTMwIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTIwLjAuNjA5OS4xMzAiXV0sMF0.&dt=1704209166595&bpp=1&bdt=4412&idt=1&shv=r20231207&mjsv=m202312070101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dff46d85f9c7f4b57-22618ee3e9db0061%3AT%3D1678261263%3ART%3D1704209133%3AS%3DALNI_Map0SiHtk0bbHGFSEpbSnTHm4kU-g&gpic=UID%3D00000bd4879818a9%3AT%3D1678261263%3ART%3D1704209133%3AS%3DALNI_MZQDkYesUGvJ_ICCJ1dxQiylRRQ9Q&prev_fmts=0x0&nras=2&correlator=3918484810572&frm=20&pv=1&ga_vid=600003041.1678261263&ga_sid=1704209164&ga_hid=1342350715&ga_fc=1&u_tz=360&u_his=3&u_h=720&u_w=1280&u_ah=672&u_aw=1280&u_cd=24&u_sd=1.5&dmc=8&adx=147&ady=1519&biw=1263&bih=585&scr_x=0&scr_y=204&eid=44759876%2C44759927%2C31079759%2C44809530%2C95320885%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&pvsid=2826012206990517&tmod=1265367074&uas=3&nvt=1&ref=https%3A%2F%2Fwww.bangla.24livenewspaper.com%2Fworld&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1280%2C0%2C1280%2C672%2C1280%2C585&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&td=1&psd=W251bGwsbnVsbCwicHJlcGVyaW9kIiwxXQ..&nt=1&ifi=10&uci=a!a&btvi=1&fsb=1&dtd=13

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২২ সালে চীন এবং ইরান ছাড়া বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি লোককে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব।

দেশটি ২০২২ সালের মার্চ মাসে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। সে সময় এই ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচিত হয়।  

সৌদি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ডকে শরিয়া আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচনা করে। শরিয়াহ আইন হচ্ছে কোরানের শিক্ষার ওপর ভিত্তি করে ইসলামিক আইন। এটি জনশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয়।

উল্লেখ্য, উপসাগরীয় এই দেশটিতে ২০২২ সালে মোট ১৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ২০১৯ সালে এ সংখ্যাটি ছিল রেকর্ড ১৮৭ জন। মানবাধিকার কর্মীরা সৌদিদের এত বেশি সংখ্যক মৃত্যুদণ্ড দেওয়ার নিন্দা জানিয়েছে।

সূত্র: এএফপি