
রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রইচ উদ্দিন।
গতকাল সোমবার সন্ধ্যায় পল্টন থানার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান জানান, ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনাকালে তথ্য আসে একজন ব্যক্তি শান্তিনগর বাজার এলাকায় গাঁজাসহ অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ রইচ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করা হয়েছে।