২৮৩ আসনে প্রার্থী থাকবে জাপার, আসন সমঝোতা খোলাসা করলেন না চুন্নু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৩টি আসনে জাতীয় পার্টি নির্বাচন করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে কিছু কিছু আসনে দলের কৌশল থাকবে বলে জানান তিনি।

রোববার (১৭ ডিসেম্বর) বিকালে বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় জাপা মহাসচিব বলেন, ভালো পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য ইসি ও সরকারের কাছে দাবি ছিল। আমরা আস্থা পেয়েছি, ভালো ভোট হবে। সরকার ইসিকে সহায়তা করছে। নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে আমরা কাজ করবো।

জাতীয় পার্টি সকল কিছু অতিক্রম করে ভোটে যাচ্ছে উল্লেখ করে মুজিবুল হক চুন্নু বলেন, ভোটটাকে কীভাবে অর্থবহ করা যায় তা নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারীদের সাথে আলোচনা চলছে। স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীকে মোকাবেলা করে আমরা ভোট করবো। ওই প্রার্থীরা আমাদের জন্য সমস্যা নয়।

তিনি আরও বলেন, আশানুরূপ ভোট ও আসন পেলে আমরা সন্তুষ্ট হবো। কিছু কিছু জায়গায় আমাদের ভোটে কৌশল আছে।