নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮ ডিসেম্বর ২২
৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া,আরিচা-কাজিরহাটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে আজ সকাল ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া,আরিচা-কাজিরহাট নৌ-রুটে বন্ধ ছিল ফেরি ও লঞ্চ চলাচল। সকাল পৌনে ১১টার দিকে কুয়াশা কমে আসায় ফেরি ও লঞ্চ চলাচল আবারও শুরু হয়েছে।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে এ নৌ-রুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি ও লঞ্চসহ সব নৌ-যান চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই রুটে চলাচল করা ১০টি ফেরি নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট এলাকায় নোঙর করে রাখা হয়।
এ দিকে, আরিচা-কাজীরহাট নৌ-রুটেও ফেরি ও লঞ্চ চলাচল শুরু করা হয়েছে। এ নৌ-রুটে ৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম সমকালকে জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে নৌ-দুঘর্টনা এড়াতে সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ১১টা পর্যন্ত সোয়া ৪ ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এরপর এ দুটি নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।