
পয়গাম ডেস্ক :
ভারত উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের সদরুল মুদাররিসীন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আমীরুল হিন্দ, আওলাদে রাসূল আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানি দা. বা. পাঁচ দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছেন।
সোমবার সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।
উল্লেখ্য : বিমানবন্দরে আল্লামা সাইয়িদ আরশাদ মাদানিকে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা শামছুল আরিফিন খান, মুফতি নাঈম কাসেমীসহ প্রমুখ উলামায়ে কেরাম স্বাগত জানান।