৫ মাসেরও কম সময়ে হাফেজ হলেন ৯ বছরের তাহসিন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দারুল কোরআন মাদ্রাসার ৯ বছর বয়সী ছাত্র তৌহিদুল হাসান তাহসিন মাত্র ৪ মাস ২৮ দিনে পুরো কোরআন হেফজ করে সবাইকে বিস্মিত করে দিয়েছে। সোমবার (১ এপ্রিল) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে হেফজ সমাপনীর পাগড়ি পরিয়ে দেন শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা।

তাহসিন জানায়, সে কোরআন হেফজ করতে মা-বাবা ও শিক্ষকদের সার্বিক সহযোগিতা ও দোয়া পেয়েছে। পাশাপাশি সে নিজেও কোরআন হেফজ করতে অনেক সময় দিয়েছে।

তার মা আয়েশা বেগম বলেন, তার ছেলে বয়সের দিক দিয়ে খুবই ছোট। তারপরও আল্লাহর অশেষ মেহেরবানি এবং শিক্ষকদের সহযোগিতায় সে একেবারে অল্প সময়ে কোরআন হেফজ করতে পেরেছে।

দারুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ হোসাইন আহমেদ চাঁদপুরী বলেন, তাহসিনের ঐকান্তিক ইচ্ছা, জোর প্রচেষ্টা, শিক্ষকদের সম্মিলিত তত্ত্বাবধান ও তার পরিবারের সহযোগিতায় আল্লাহ তাকে খুব কম বয়সেই এই মহা পুরস্কারে ভূষিত করেছেন।

মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, তাহসিন মাত্র ১৪৮ দিনে কোরআন হেফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে।