৯ হাজার ১৭০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল পশ্চিম তীর থেকে ৯ হাজার ১৭০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। ১২ জুন, বুধবার প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব নামের একটি সংস্থা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যেও পশ্চিম তীর এবং জেরুজালেমে গ্রেপ্তার অভিযান চালিয়ে যাচ্ছে। ৮ মাস ধরে চলা এই যুদ্ধে এ পর্যন্ত ৯ হাজার ১৭০ জনের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৩১০ জন নারী এবং কমপক্ষে ৬৪০ টি শিশু রয়েছে।

এমনকি যুদ্ধবিধ্বস্ত গাজা থেকেও হাজার হাজার ফিলিস্তিনিকে বন্দী করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বন্দীদের ওপর দখলদার বাহিনীর অত্যাচারে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। এছাড়া গাজা থেকে আটক কয়েক ডজন বন্দীও নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা থেকে আটক ৩৬ জন নিহত হয়েছে। আজ পর্যন্ত নিহতদের পরিচয় বা মৃত্যুর কারণ প্রকাশ করতে অস্বীকার করেছে তারা। 

প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব জানিয়েছে, এ পর্যন্ত ৮৫ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে গাজার ১৪ জন সাংবাদিক রয়েছেন। ৬ জন নারী সাংবাদিককে প্রশাসনিক আটক করা হয়েছে।

সংস্থাটি আরও উল্লেখ করেছে যে প্রশাসনিক আটক আদেশের সংখ্যা বর্তমানে প্রায় ৬ হাজার ৬২৭ জনে পৌঁছেছে। প্রসঙ্গত, প্রশাসনিক আটক একটি ইসরায়েলি সামরিক আদেশ। এর ফলে বন্দীকে কোনো অভিযোগ ছাড়াই ৬ মাস বা এর চেয়ে বেশি সময় পর্যন্ত আটকের অনুমতি দেওয়া হয়।  

এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত ৫৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৫ হাজার ২০০ জন আহত হয়েছে।

উল্লেখ্য, ৮ মাস ধরে চলা গাজা যুদ্ধে ৩৭ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু ছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি