নালিতাবাড়ী সীমান্তে জাল নোটসহ যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের আমবাগান এলাকা থেকে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে তাকে আটক করা হয়। আটক মেহেদী নালিতাবাড়ী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মেহেদীকে আটক করে। তবে এ সময় তার অপর দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মেহেদীর দেহ তল্লাশি করে ১০০০ টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি মাসুদ রানা নিশ্চিত করেছেন যে আটক মেহেদীর কাছ থেকে মোট ২১ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়েছে। তিনি জানান, উদ্ধার করা নোটগুলো এতটাই নিখুঁত যে খালি চোখে সেগুলো আসল না জাল তা শনাক্ত করা কঠিন।

আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *