অবৈধ অনুপ্রবেশকালে রাঙামাটিতে ২ ‘ভারতীয় নাগরিক’ আটক

রাঙামাটির ছোটহরিণা বাজার এলাকায় টহল পরিচালনাকালীন সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (২৬ মার্চ) দুপুরের দিকে তাদের আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ছোটহরিণা ব্যাটালিয়ন ১২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহম্মদ মাহমুদুর রহমান নিয়াজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটককৃত জ্ঞান রঞ্জন চাকমা (৪৫) শুক্রনাথ চাকমার ছেলে এবং পিংকু চাকমা (২২) অমর শান্তি চাকমার ছেলে। তারা উভয়ই ভারতীয় নাগরিক। তাদের কাছ থেকে ৭২ হাজার সাতশত বাংলাদেশি টাকা এবং ভারতীয় আধার কার্ড পাওয়া যায়।

এতে বলা হয়, উক্ত ব্যক্তিদ্বয় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করতো। ছোটহরিণা বাজারে ভারতীয় পণ্য বিক্রয় এবং বিভিন্ন মালামাল ক্রয় করে ভারতে পাচারের উদ্দেশে বাংলাদেশে আগমন করতো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বরকল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *