আওয়ামী লীগের মতো অনৈতিক কর্মকান্ড বিএনপি করবে না : যুবদল সভাপতি

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আওয়ামী লীগের অবৈধ কর্মকাণ্ড দেশের জনগণ ভালোভাবে নেইনি। তাই তারা যা করেছে বিএনপি সেটা করবে না। মানুষের ওপর কোনো প্রকার অন্যায় জুলুম করা যাবে না। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এক হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা।

রোববার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথকর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকেই তারেক রহমানের নির্দেশে মাঠে ছিলো ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে ছাত্রদলের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা মাঠে নেমে আসে। যারই ফলশ্রুতিতে আমরা দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেতে সক্ষম হয়েছি।’

এসময় তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *