অফিস ব্যবস্থাপক -মু: অছিউর রহমান: চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে অফিসিয়াল নোটিশের সুত্রে জানান।
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ একটি সরকার স্বীকৃত ও বিধিবদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কে বা কারা আল-হাইআতুল উলয়ার নামে ফেসবুক পেজ খুলে নানা রকম পোস্ট দিচ্ছে। কেউ কেউ আমাদের মনোগ্রাম ও কভার ফটোও ব্যবহার করছে। এটা সম্পূর্ণ বেআইনী এবং ডিজিটাল আইনে শাস্তিযোগ্য অপরাধ। উক্ত পেজগুলোর সঙ্গে এবং পেজগুলোর পোস্টগুলোর সঙ্গে আল-হাইআতুল উলয়ার কোন ধরনের সম্পর্ক নেই।
আল-হাইআতুল উলয়ার নামে খোলা ফেক পেজগুলোর এডমিনদেরকে উক্ত পেজগুলো আজই বন্ধ করে দেয়ার জন্য এবং পেজের পোস্টগুলো ডিলেট করে দেয়ার জন্য অনুরোধ করা হল। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।