বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখনো বাংলাদেশকে করতলে নেওয়ার চক্রান্ত করছে ভারত। শেখ হাসিনার ওপর ভর করে গত ১৫ বছর বাংলাদেশকে দখলে নেওয়ার চেষ্টা করেছিল ভারত।
আজ রোববার (১ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচারে নেমেছে। এটা বাংলাদেশের ওপর হস্তক্ষেপ ও সার্বভৌমত্বের জন্য হুমকি।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ন্যায়বিচার হয়েছে। আওয়ামী লীগ আমলে অন্যায়ভাবে বিচার করা হয়েছিল বলে জানান রিজভী।