চট্টগ্রামে আইনজীবী হত্যা: চন্দন ও রিপন দাস রিমান্ডে

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া চন্দন দাশ ও রিপন দাশের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে চন্দন দাশের সাত দিন এবং রিপন দাশের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের একটি আদালত।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে মামলার প্রধান আসামি চন্দন দাশকে গ্রেপ্তার করা হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা জেলেপাড়া থেকে আরেক আসামি রিপন দাশ (২৭) গ্রেপ্তার হন।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন আবেদন নাকচ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম। এ আদেশের পর চিন্ময়ের সমর্থকরা আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন।

বিক্ষোভ চলাকালে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলাসহ মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে তিনটি মামলা করেছে পুলিশ। বাকি মামলাগুলো ভুক্তভোগী ও তাদের পরিবার দায়ের করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্তে কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *