
চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক পাচারকারীকে আটক করেছে। তার কাছ থেকে ১৬টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার মোট ওজন ৩ কেজি ৬ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
আটককৃত ব্যক্তির নাম আফসার আলী (২৮), তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঝাঁঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
বিজিবির ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে সুলতানপুর সীমান্ত এলাকায় ওঁৎ পেতে থাকেন। সন্ধ্যার দিকে মোটরসাইকেলে সীমান্তের দিকে যাওয়ার সময় আফসার আলীকে আটক করা হয়। পরে তার কোমরে লাল কাপড়ের বেল্টের মধ্যে লুকানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।