
রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে সুমি আক্তার (২৭) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা- তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
রোববার (১৫ জুন) রাত ১১টার দিকে উত্তর বাড্ডার হাজী সোনা মিয়া মাতবর রোডের ওই বাসার তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত সুমি আক্তারের ছোট বোন রুবি আক্তার নুপুর বলেন, তাদের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার বাশবুনিয়া গ্রামে। বর্তমানে উত্তর বাড্ডার হাজী সোনা মিয়া মাতবর রোডের ওই বাসার তৃতীয় তলায় স্বমী রাসেলের সঙ্গে ভাড়া থাকছিলেন।
তিনি আরও বলেন, গত এক বছর আগে ঢাকায় নিজ ইচ্ছায় রাসেল নামে এক যুবককে বিয়ে করেন সুমি। এরপর থেকে আমার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। শুধু গ্রামে মায়ের সঙ্গে যোগাযোগ ছিল। গত ৯ জুনের পর মা সুমির সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিল না। তার ফোন বন্ধ পাচ্ছিল। বিষয়টি আমাদের জানালে আমরাও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। উত্তর বাড্ডার যে বাসায় ভাড়া থাকতো সেই বাসাও বাইরে থেকে তালাবদ্ধ পাওয়া যায। এরপর গতরাতে ওই বাসার আরেক ভাড়াটিয়া জান্নাতের মাধ্যমে সংবাদ পাই সুমির রুম থেকে বিকট গন্ধ বের হচ্ছে। রাতেই ওই বাসায় যাই এবং বাড়িওয়ালার মাধ্যমে থানা পুলিশের সহযোগিতায় বাসার তালা ভেঙে দেখা যায় বিছানায় পড়ে আছে সুমির মরদেহ।
রুবি আক্তার অভিযোগ করেন, সুমির স্বামী রাসেল তাকে শ্বাসরোধ করে হত্যা করে বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে গেছে।
বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, গতকাল রাতে খবর পেয়ে উত্তর বাড্ডার বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই রুমটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।