
রাজধানীর তেজগাঁওয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রাইভেটকারে অস্ত্র ঠেকিয়ে ডাকাতির ঘটনায় ১ লাখ ৩০ হাজার ৫০০ সৌদি রিয়াল ও তিনটি মোটরসাইকেলসহ আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. আব্দুল্লাহ আল মামুন (২৫), মো. আরিয়ান (১৯), মো. সাব্বির হোসেন (২০), মো. জাহিদুল ইসলাম সোহাগ (২৫), মো. জয় (২৩) ও মো. বিজয় (২০)।
শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, ১ জুলাই সন্ধ্যার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কেন্দ্রীয় ওষুধাগারের প্রধান গেটের উত্তর পাশে যাত্রী ছাউনির সামনে সংঘটিত মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নগদ অর্থ ডাকাতির ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত নগদ ১ লাখ ৩০ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিসি তালেবুর আরও জানান, গত ২৪ ঘণ্টায় ডিবি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার যৌথ দল রাজধানীর গ্রিন রোড, ভোলার চরফ্যাশন এবং কিশোরগঞ্জের নিকলী এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত এই ছয়জনকে গ্রেপ্তার করে।
এর আগে এই ঘটনার সঙ্গে জড়িত আরও সাতজনকে গ্রেপ্তার করে ডিবি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
এ নিয়ে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত প্রায় চার লাখ সৌদি রিয়াল ও ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।