দ্রব্যমূল্যকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ নিন

-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, বহু রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত সাফল্য নষ্ট করার নানা ধরনের ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সংযম ও প্রজ্ঞা দিয়ে এ সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সর্বাগ্রে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দ্রব্যমূল্যকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সরকারকে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। আনুপাতিক ভোটের হিসেবে সংসদের সদস্য সংখ্যা নির্ধারণ সংক্রান্ত বিভিন্ন দল ও মহলের প্রস্তাবনা প্রসঙ্গে জমিয়ত নেতৃবৃন্দ বলেছেন,এ ধরণের ফর্মুলা বাংলাদেশের জন্য মোটেও কল্যাণকর নয়।


১৯ অক্টোবর রাজধানী ঢাকার তোপখানা রোডস্থ বিএমএ মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত “বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়” শীর্ষক আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সব কথা বলেছেন।
জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী বশীরুল হাসান খাদিমানীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।


অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া,সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী,প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন,সহ-প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মাদ কাসেমী,কেন্দ্রীয় সদস্য মাওলানা মুজীবুর রহমান চাঁদপুরী,জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতী মাহবুবুল আলম,মাওলানা সলীমুল্লাহ খান, মাওলানা নূরুল আলম ইসহাকী,মাওলানা আবুল বাশার,মাওলানা বিনয়ামীন,মাওলানা হাসান আহমদ,ঢাকা মহানগর উত্তরের মাওলানা ফখরুল ইসলাম,যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল,ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা রিদওয়ান মাজহারী ও সাধারণ সম্পাদক কাউসার আহমদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *