পদত্যাগ করুন, নতুবা রেহাই পাবেন না: সরকারকে ফখরুল 

বর্তমান সরকারের পদত্যাগের দাবি সারা দেশে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কিছুদিন আগেই আওয়ামী লীগ বলেছে বিএনপি আন্দোলন করতে পারে না। এখন আন্দোলনকে এমন ভয় পায় যে তারা পাহারা দেয়।’

সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘এখনো সময় আছে, দেয়ালের লিখন পড়েন। সারা দেশের মানুষ নেমে পড়েছে। সময় থাকতে পদত্যাগ করুন, নতুবা রেহাই পাবেন না।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচির আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। পদযাত্রাটি গোপীবাগ থেকে শুরু হয়ে টিকাটুলি, দয়াগঞ্জ, রায়শাহ বাজার হয়ে নয়াবাজার গিয়ে শেষ হয়।

পদযাত্রা উদ্বোধনকালে বিএনপির মহাসচিব বলেন, ‘পদযাত্রার মধ্য দিয়ে আমরা এই বার্তা দিয়ে যাব-আর সময় নেই, এখনই জেগে উঠতে হবে, বেরিয়ে আসতে হবে ঢাকার রাজপথে।’

তিনি আরও বলেন, ‘এখন একটাই দাবি-এই সরকারের পদত্যাগ। আজকে একটাই কথা। দুই কথা, তিন কথা, চার কথা বলে সময় নষ্ট করার দরকার নাই। এই মুহূর্তে চাই পদত্যাগ।’

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বিদেশিদের বলেছেন, উনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে! তার এ বক্তব্যে মানুষ হাসে। আমাদের পরিষ্কার কথা এ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। বাংলাদেশের মানুষ আর তেমন নির্বাচনে যাবে না, যে নির্বাচনে তারা ভোট দিতে পারবে না।’

দলের নেতা কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ এনে বিএনপির মহাসচিব বলেন, ‘গত আগস্ট থেকে এখন পর্যন্ত আমাদের ১০ জনকে রাজপথে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের নেতা কর্মীদের নির্যাতন করা হচ্ছে, মামলা হামলা গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। ঢাকা শহরে বিএনপির এমন একটা বাড়ি নাই, যেখানে পুলিশ হানা দেয় নাই।’

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতি কে হচ্ছেন, কেউ কিছু জানত না। যিনি রাষ্ট্রপতি হলেন, উনি নিজেও জানেন না উনি রাষ্ট্রপতি হচ্ছেন। তা তিনি আবার এক সাক্ষাৎকারেও বলেছেন। এ থেকে প্রমাণ হয় এ সংবিধানে দেশ চলবে না। সংবিধান পরিবর্তন করতে হবে। আমাদের উত্থাপিত ২৭ দফার আলোকে সংবিধান পরিবর্তন করে ক্ষমতার ভারসাম্য আনতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *