
বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ লাখ টাকার জাল নোটসহ ১৪ মামলার আসামি মো. রাসেল মন্ডলকে (৩০) গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাতে জেলার দুঁপচাচিয়া থানার পশ্চিম আলোহালী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এসময় ৫০০ টাকা মূল্যমানের সর্বমোট ২ লাখ ৪৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। রাসেল ঐ এলাকার বনতেতুলিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি বগুড়ার ইনচার্জ ইকবাল এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার বিশেষ অভিযানে ৪৮৮ টি জাল নোটসহ ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে জাল নোটগুলো ঢাকার ওদিক থেকে বগুড়ায় আনা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তার সঙ্গে আর কারা যুক্ত আছে সেই বিষয়ে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, এই ব্যক্তির নামে বিজ্ঞ আদালতে ইতিপূর্বে সর্বমোট ১৪ টি মামলা রয়েছে।