সরকার পতনের একদফা দাবিতে বিরোধী জোটের ডাকা ষষ্ঠ দফায় ফের ‘৪৮ ঘণ্টার অবরোধ’ কর্মসূচি শুরু হচ্ছে আজ। বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে তারা।
এদিকে অবরোধ শুরুর আগে, অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে বাসে অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি বলেন, খবর পাওয়ার পর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।