![](https://poygam24.com/wp-content/uploads/2024/12/1733367232-4a4dfb5ca84262774db1a056f320656e-1024x538.jpg)
সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে পাঁচ সদস্যের দপ্তর সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল এই তথ্য জানান।
নবগঠিত দপ্তর সেলের সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ আহসান। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মারজিউর রহমান চৌধুরী, শাহাদাত হোসেন, মহিউদ্দিন নোবেল এবং মাহফুজুর রহমান।
এছাড়া, বুধবার রাতে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটিতে আরও ৪ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন—জাহিদ আহসান, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, আকরাম হোসেন রাজ এবং আশিক আহমেদ।
গত ২১ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে নতুন ৪ সদস্য যোগ হওয়ায় কমিটির সদস্যসংখ্যা বর্তমানে ২২ জনে দাঁড়িয়েছে।