ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন, বাংলাদেশে নয়, বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গত ২ ডিসেম্বর ভারতের বিধানসভার শীতকালীন অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করেছিলেন। এ প্রসঙ্গে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত।’

এছাড়া, দেশে জাতীয় ঐক্যের যে আহ্বান জানানো হয়েছে, তা দেশের শৃঙ্খলা রক্ষায় ও ষড়যন্ত্র মোকাবিলায় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে তিনি মন্তব্য করেন। 

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, সীমান্তে কোনো উত্তেজনা নেই, তবে বাংলাদেশ সম্পর্কে ভারত যে অপপ্রচার চালাচ্ছে, তার জবাব দেওয়ার জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *