ভারত নিয়ে নাক গলানোর বদভ্যাস আছে: পশ্চিমাদের জয়শংকর

পশ্চিমা দেশগুলো মনে করে ভারতের বিষয়ে মন্তব্য করার ঐশ্বরিক অধিকার রয়েছে তাদের। এমন মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। সম্প্রতি রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়ার পর একাধিকবার পশ্চিমা দেশের নিন্দার মুখে পড়েছে মোদি সরকার। 

মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানির পর পুরো ইস্যুর দিকে নজর রাখার বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। সেই বিষয় নিয়েই প্রতিক্রিয়া দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

রোববার একটি আলোচনা সভায় অংশ নেন জয়শংকর। বিজেপি আয়োজিত এই সভায় তাকে প্রশ্ন করা হয়, রাহুল ইস্যুতে পশ্চিমাদের মতামত নিয়ে জয়শংকর কী মনে করেন? এর জবাবে তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলো অন্যদের অভ্যন্তরীণ বিষয়ে মতামত দিতে অভ্যস্ত। তারা মনে করে অন্যদের বিষয়ে কথা বলার ঐশ্বরিক অধিকার রয়েছে তাদের। কিন্তু সেই দেশগুলোর মনে রাখা দরকার, এই অভ্যাস চালিয়ে গেলে তারা সমস্যায় পড়বে। তাদের অভ্যন্তরীণ বিষয়েও অন্যরা মতামত দেবে, সেটা মোটেও ভাল লাগবে না তাদের।’

জয়শংকর আরও বলেন, এই দেশগুলোকে আসলে কথা বলার সুযোগ করে দেওয়া হয়। নাম না করে রাহুল গান্ধিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের সমস্যা তুলে ধরা হচ্ছে। সেই দেশগুলোকে মতামত প্রকাশ করতে বাধ্য করা হচ্ছে। সমস্যা দুই দেশের তরফেই রয়েছে। দুপক্ষকেই শুধরাতে হবে।’

এর আগে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন,  ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ চাইছে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *