মিরপুরের দিয়াবাড়ি সিটি করপোরেশন বস্তিতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর মিরপুরে মিলন (২৩) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে মিরপুরের দিয়াবাড়ি সিটি করপোরেশন বস্তিতে তার ওপর হামলা করা হয়। পরে মুমূর্ষ অবস্থায় স্বজন ও বন্ধুরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মিলনের বন্ধু মো. আলী জানান, মিলন মিরপুর -১, ছোট দিয়াবাড়ির আনারুলের ছেলে। তিনি পেশায় পোশাকশ্রমিক। তবে নিকটাত্মীয় সঙ্গে না আসায় তাৎক্ষণিক এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

নিহত মিলনের বাবা আনারুল ইসলাম হাসপাতালে জানান, তাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়। বর্তমানে রূপনগর দিয়াবাড়ি এলাকায় থাকতো। মিলন স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো। রাতে মিলনের বন্ধুদের কাছ থেকে জানা যায়, সিটি কলোনি এলাকায় মিলন ও তার আরেক বন্ধু সোহানকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। পরে দ্রুত সেখানে গিয়ে মিলনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। তবে কে বা কারা কী ঘটনা নিয়ে তার ছেলে মিলনকে কুপিয়ে হত্যা করেছে, তা জানেন না। মিলনের বন্ধুরাই ভালো বলতে পারবে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) মাসুদ জানান, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *