মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং, কালশী মোড়ে নির্মিত ফ্লাইওভারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে মিরপুর বালুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে কালশী ফ্লাইওভারের উদ্বোধন করেন তিনি। এর ফলে নির্ধারিত সময়ের চার মাস আগেই যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে মিরপুরের কালশী ফ্লাইওভার। ফ্লাইওভারটি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ রূপ নিয়েছে জনসভায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম ও সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। ২.৩৪ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি চালু হলে মিরপুরের সঙ্গে বনানী, উত্তরা ও রাজধানীর পূর্বাংশের যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া এই প্রকল্পের আওতায় ইসিবি স্কয়ার থেকে কালশী পর্যন্ত ৩.৭০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হয়েছে।