
যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের সংকট উত্তরণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি সংস্কারের বিপক্ষে নয় জানিয়ে তিনি বলেন, যেসব সংস্কার বাকি থাকবে নির্বাচিত সরকার সংসদে গিয়ে সেসব সংস্কার করবে।
পতিত ফ্যাসিবাদীগোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, কোনোভাবেই ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের অর্থনীতিসহ সব খাত ধ্বংস করেছে, তাই ধ্বংসস্তুপ থেকে দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।