
পবিত্র রমজান মাসে মসজিদে নববিতে আগত দর্শনার্থীদের দ্রুত ও কার্যকর চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে অ্যাম্বুলেন্স স্কুটার সেবা চালু করেছে মদিনা হেলথ ক্লাস্টার (এমএইচসি)। রমজানের প্রথম দিন থেকেই এ সেবা কার্যকর হয়েছে।
এমএইচসি সূত্রে জানা গেছে, মসজিদে নববীর আঙ্গিনায় অ্যাম্বুলেন্স সেবার মান উন্নত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই স্কুটার অ্যাম্বুলেন্স প্রকল্প চালু করা হয়েছে। জনসমাগমের মধ্যেও স্কুটারগুলো সহজে চলাচল করতে পারায় জরুরি চিকিৎসা সহায়তা দ্রুততার সাথে প্রদান করা সম্ভব হচ্ছে। বিশেষ করে, গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরে এই সেবা বেশ কার্যকর ভূমিকা পালন করছে।
এমএইচসি কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের শুরু থেকে এক সপ্তাহে এই সেবার মাধ্যমে ৯১ জন রোগীকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। আল-সালাম এন্ডাওমেন্ট হাসপাতাল, আল-হারাম হাসপাতাল, আল-সাফিয়াহ সেন্টার এবং বাব জিবরিল সেন্টারসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে তাদের স্থানান্তর করা হয়েছে।
রমজান মাসে মসজিদে নববীতে মুসল্লিদের উপস্থিতি বেড়ে যাওয়ায় এই অ্যাম্বুলেন্স স্কুটার সেবা জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে এমএইচসি দাবি করেছে।
ভবিষ্যতেও মসজিদে নববীতে আগত সকল দর্শনার্থীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং নিরাপদে ইবাদতের পরিবেশ বজায় রাখতে এ ধরনের উদ্ভাবনী সেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে মদিনা হেলথ ক্লাস্টার।