জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর, জেলা দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আগামী ২৩শে নভেম্বর শনিবার সিলেট রেজিস্ট্রারী মাঠে গণ সমাবেশ সফলের লক্ষে বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ শে অক্টোবর বৃহস্পতিবার বাদ মাগরিব বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে বাস্তবায়ন কমিটির সদস্য জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মুফতি মুজিবুর রহমান এর সভাপতিত্বে এবং জেলা উত্তর এর সাধারণ সম্পাদক মাওলানা মুফতি এবাদুর রহমান কাসেমী ও মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে আগামী ২৩শে নভেম্বর রেজিস্টারী মাঠের গণ সমাবেশ সফলের লক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
আগামী ৩১ শে অক্টোবর রোজ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় উপজেলা,মহানগরীর প্রশাসনিক থানা ও পৌর শাখার প্রতিনিধি সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা নূর আহমদ কাসেমী,মাওলানা মাহমুদুল হাসান,মাওলানা মজির উদ্দিন কাসেমী,মাওলানা সিব্বির আহমদ বিশ্বনাতী,মুফতি এবাদুর রহমান কাসেমী,মাওলানা মুস্তাক আহমদ চৌধুরী,মাওলানা সিরাজুল ইসলাম,মাওলানা কাজি আমিন উদ্দিন,মাওলানা শামীম আহমদ,মাওলানা মুহিবউল্লাহ,মাওলানা হাফিজ ফরহাদ আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।।